Durga Pujo-2022: কাঁধে ঢাক তুলে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মণ্ডপে এসে

Published By: Khabar India Online | Published On:

 সারাবাংলা জুড়ে পূজোর উৎসবের আবহ। চারদিকে আলোর রোশনাই, একের পর এক পুজোর উদ্বোধন করছেন বিশিষ্ট মানুষজন।

 পূজো উদ্বোধনে গিয়ে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার কলকাতার একটি পূজোর মণ্ডপে গিয়ে কাঁধে ঢাক তুলে নিয়ে বোল তুলতেও দেখা গেল তাকে।

আরও পড়ুন -  Bhojpuri Song: ভোজপুরি গানের দুনিয়ায় আবারও ভাইরাল খেসারি লাল যাদবের নতুন গান!

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটু অন্যরকমভাবে মানুষের সাথে মিশে যাওয়ার একটা ক্ষমতা রয়েছে।

মুখ্যমন্ত্রীর পরিচিত আবহ থেকে বেরিয়ে তাই তো গ্রামে গিয়ে তিনি চায়ের দোকানে ঢুকে সবাইকে চমকে দিয়ে নিজেই চা বানাতে শুরু করেন। নিজে খাওয়ার পাশাপাশি অন্যদেরও পরিবেশন করেন চা। আবার জনসংযোগে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে নিজ হাতে মোমা-ফুচকা বানিয়ে খাওয়ানোর রেকর্ডও রয়েছে।

আরও পড়ুন -  WBSEDCL বিদ্যুৎ বিল কমিয়ে গ্রাহকদের জন্য একটি বড় আপডেট নিয়ে এসেছে

মমতার সঙ্গে ঢাক বাজান কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে ঢাক বাজাতে দেখে খুশি  মানুষজন। পূজার জন্য থিম সং-ও গেয়েছেন মমতা।

 কয়েকশো পূজোর উদ্বোধন করে ফেলেছেন মমতা।  ছবিঃ  আনন্দবাজার।

আরও পড়ুন -  তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুরসিতে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব পেলেন কারা ?