35 C
Kolkata
Monday, April 29, 2024

Durga Pujo: বিকেল বেলা চায়ের সাথে নুডলস পাকোড়া, আহ!

Must Read

 চায়ের সাথে একটু ঝাল ঝাল ভাঁজাপোড়া নাস্তা খেতে সবাই পছন্দ করেন। সহজ এক রেসিপি নুডলস পাকোড়া।

 বাড়িতে বিকেলের নাস্তার জন্য সহজে তৈরি করে নিন।

প্রস্তুত প্রণালী

কিছু সবজি যেমন বাঁধাকপি, গাজর এবং ফুলকপি হাফ কাপ এর মতো নিয়ে কুঁচি করে কেটে হালকা করে  সেদ্ধ করে নিতে হবে।

আরও পড়ুন -  Palak Tiwari: ঘুম কাড়লেন পলক তিওয়ারি, বলিউডে আসার আগেই

আলাদা পাত্রে নুডলস সিদ্ধ করে নিতে হবে। এবার সবজিগুলো একটা বড় বোলে নিয়ে তাতে সেদ্ধ করে রাখা নুডলস, হাফ কাপ ক্যাপসিকাম কুঁচি ও সামান্য কাঁচা মরিচ কুঁচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন -  Tea Leaves: ফেলে দেয়া চা পাতা, কত কাজে লাগে তা আমরা কতটুকু জানি?

এখন হাফ বেসনের সাথে সামান্য টমেটো সস, সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো,  টেস্টিং সল্ট দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন।

বেসনের মিশ্রণটি সবজি ও নুডলসের সাথে ভালোভাবে মাখিয়ে নিন।

আরও পড়ুন -  দিয়াগো মারাদোনার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

 একটি প্যানে তেল গরম করে পাকোড়ার শেইপ করে ভেজে বাদামি করে ভেঁজে নিতে হবে।

 ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল মুচমুচে নুডলস পাকোড়া। পুজোর দিনগুলি এই ভাবে নতুন নতুন খাবার তৈরি করে খান।  ছবিঃ সংগৃহীত।

Latest News

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img