Pakistan: পাকিস্তানের অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন

Published By: Khabar India Online | Published On:

 মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে পাকিস্তানে। সাথে বন্যায়ও বিপর্যস্ত। রাজনৈতিক অনিশ্চয়তা তো আছেই। এই পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী মিফতা ইসমাইল।

রবিবার (২৫ সেপ্টেম্বর) মিফতা টুইট করে এই ঘোষণা করেন।

মিফতা বলেন, তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

আরও পড়ুন -  ' মৌ বৌদি ' চাবি চাইছেন, ঠাকুরপোরা আসো চাবি নিয়ে !

টুইটে তিনি লিখেন, তিনি গতকাল নওয়াজ শরিফ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।

মিফতা বলেন, পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব। মিফতা তার টুইটে উল্লেখ করেন, দুইবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করাটা গর্বের বিষয়। শাহবাজ ও মিফতা বর্তমানে লন্ডনে রয়েছেন। তারা আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানে ফিরবেন।

আরও পড়ুন -  Pakistan: মিনিবাস খাদে পড়ে শিশুসহ নিহত ২০, পাকিস্তানের সিন্ধু প্রদেশে

পাকিস্তানের বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। পরে জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে বিরোধী দলগুলো। এই সরকারের প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: মাঠে নামবে চারটি দল, আর্জেন্টিনা-অস্ট্রেলিয়াসহ

সূত্রঃ  আল-জাজিরা। ছবিঃ সংগৃহীত।