Nora Fatehi: নোরা ঝড় তুললেন ইয়োহানির গানে

Published By: Khabar India Online | Published On:

শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি দিলোকা ডি’সিলভা ‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে রাতারাতি সেলিব্রিটি হয়েছেন।  গায়িকা ‘মানিকে মাগে হিথে’ গানটি হিন্দিতে গাইছেন একটি সিনেমার জন্য।

ইয়োহানির গানের সঙ্গে নোরা ফাতেহির আবেদনময়ী নৃত্যের ঝলক নজর কেড়েছে দর্শকের।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘থ্যাংক গড’র ট্রেলার। ছবির জন্যই ইয়োহানি গাইলেন ‘মানিকে মাগে হিথে’র হিন্দি ভার্সন। সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিং। শুক্রবার গানটি প্রকাশ হয়েছে।

আরও পড়ুন -  Nora Fatehi: সোনালী চুলে নোরা, যেন কোন এক বিদেশীনি, নেটদুনিয়া দেখা পেল

 ইয়োহানির একক কণ্ঠে হলেও এখানে তার সঙ্গী হয়েছেন জুবিন নটিয়াল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন তানিস্ক বাগচি ও চমথ সংগীত। ভিডিওতে পারফর্ম করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বলিউডের ড্যান্স সেনসেশন নোরা ফাতেহি।

আরও পড়ুন -  Nora Fatehi: বলিউডের দিল্বার গার্ল, মরক্কোর তরুণী

হিন্দুস্তান টাইমস’র এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘থ্যাংক গড’ সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দ্র কুমার। সপ্তাহখানেক আগে এর ট্রেলার প্রকাশ হয়। কিছু জটিলতায় পড়েছেন সংশ্লিষ্টরা। উত্তর প্রদেশ রাজ্যের জৌনপুরে সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। অভিযোগ, সিনেমাটিতে হিন্দু ধর্ম এবং এর অনুসারীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিষয়টি নিয়ে নির্মাতা, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীরা এখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি।

আরও পড়ুন -  নির্লজ্জতার সীমা অতিক্রম করলেন Nora Fatehi নিজের গানে, অভিনেত্রীর এই VIDEO সামনে এসেছে