Roger Federer: অবসর নিলেন টেনিস তারকা রজার ফেদেরা

Published By: Khabar India Online | Published On:

সুইস টেনিস তারকা রজার ফেদেরার বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অবসর নিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসরের ঘোষণা করেন।

 ফেদেরা বলেন, আগামী সপ্তাহে ল্যাভার কাপ হবে তার শেষ এটিপি টুর্নামেন্ট।

ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানান।

আরও পড়ুন -  Rocky Aur Rani Ki Prem Kahani: ‘তুম কেয়া মিলে’ গানে রোমান্টিক আলিয়া ও রণবীর, বরফে ঢাকা চারিদিক

 তিনি জানান, আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে।

প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার। আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।

আরও পড়ুন -  অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার টাকা আর টাকা, টালিগঞ্জকে টেক্কা দিলো বেলঘরিয়া, তাল তাল সোনা ও রুপার কয়েন পাওয়া গিয়েছে

ভবিষ্যতে টেনিস খেলবেন, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়, জানান ফেদেরার। বললেন, আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হবে আমার শেষ এটিপি ইভেন্ট। ভবিষ্যতে আরও টেনিস খেলব, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়।

আরও পড়ুন -  Durga Pujo: ছেলেদের ফ্যাশন, শারদীয় দুর্গোৎসবের আমেজ