Queen Elizabeth II: ৮ কিলোমিটার লম্বা লাইন, রানির কফিন দেখতে

Published By: Khabar India Online | Published On:

লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে চলছে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা নিবেদন। কফিন একনজর দেখতে প্রায় ৮ কিলোমিটার লম্বা লাইন ছিল।

অনেকেই ৯ থেকে ১০ ঘণ্টা অপেক্ষার পর দেখতে পান রানিকে বহনকারি কফিন বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। রানিকে শেষ শ্রদ্ধা জানাতে অনেকে আবার বুধবার মধ্যরাত থেকে দাঁড়িয়ে রয়েছেন। ব্রিটেনের বিভিন্ন জায়গা এমনকি সারা বিশ্ব থেকে দলে দলে লোক এই জন্য লন্ডনে আসছেন।

আরও পড়ুন -  Queen Elizabeth II: অন্ত্যেষ্টিক্রিয়া আজ রানির, বিশ্বনেতাদের আগমন

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং স্কটিশমন্ত্রী এলিস্টার জ্যাক। দুই রাজনীতিকই ‘রয়েল কোম্পানি অব আর্চারস’ এর সদস্য। চার দিনের শ্রদ্ধা নিবেদনের পর ১৯ সেপ্টেম্বর হবে রানির শেষকৃত্য।

আরও পড়ুন -  সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র

 বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা। আগে ব্রিটিশ প্রশাসন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ছাড়া কেউ ভিআইপি মর্যাদা পাবেন না। তা ছাড়া আনুষ্ঠানিকতার নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, জাতীয়ভাবে দুই মিনিটের নীরবতা পালন করা হবে। লন্ডনের রাস্তায় থাকবে বিশেষ শোক মিছিল। ছবিঃ  সংগৃহীত।

আরও পড়ুন -  Jaya Ahsan: অভিনেত্রী জয়া আহসানের হাতে উঠল পুরস্কার