মিঠাই রানী, রুদ্র সাহার কালো হাফ নেট হাফ শিফন শাড়িতে বাজিমাৎ করছে নেট মাধ্যমে। অন্যদিকে, পর্দায় সেরার শিরোপা ছিনিয়ে নিচ্ছে খড়ি-ঋদ্ধি, গৌরী, লালন এবং ফড়িং। কোথায় সেই মিঠাই এক নম্বরে থাকে বা দুইতে, আজ সে চলে গেছে পাঁচ নম্বরে! সদ্য শুরু হয়েছে ‘বিক্রম বেতাল’। টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন প্রয়াত অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey)। গত ৫ই সেপ্টেম্বর থেকে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় শুরু হয়েছে ‘বিক্রম বেতাল’।
এই মুহূর্তে কোনো ভাবে টলানো যাচ্ছে না গাঁটছড়া ধারাবাহিককে। খড়ি ও ঋদ্ধি টানটান রসায়নে দেখতে উন্মুখ দর্শকরা। ঋদ্ধি ও খড়ির সম্পর্ক কোনওদিকে যেতে চলেছে সেই নিয়েই আগ্রহী সকলে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে গাঁটছড়া’র টিআরপি।
১) গাঁটছড়া – ৮.৪
২) আলতা ফড়িং – ৭.৮
৩) ধুলোকণা – ৭.৬
৪) গৌরী এলো – ৭.৩
৫) মিঠাই – ৬.৬
৬) অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী – ৬.৪
৭) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৬.৩
৮) খেলনা বাড়ি – ৫.৯
৯) মাধবীলতা – ৫.৭
১০) এই পথ যদি না শেষ হয় – ৫.১
১১) এক্কা দোক্কা – ৫.০
১২) আয় তবে সহচরী – ৪.৭
১৩) নবাব নন্দিনী – ৪.৬
১৪) লালকুঠি – ৪.৪
১৫) পিলু – ৪.৩
১৬) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৪.০
১৭) গুড্ডি – ৩.৬
১৮) উড়ন তুবড়ি – ৩.৫
১৯) গোধূলি আলাপ – ৩.৪
২০) শিশু ভোলানাথ – ২.০
রিয়্যালিটি শো
১) দিদি No.1 – ৫.৯
২) সা রে গা মা পা – ৫.৫
৩) Dance Dance Junior – ৩.৫
৪) রান্নাঘর – ১.১