পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের তালেবান সরকারকে চিঠি লিখে জানিয়েছিল যে, কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করতে।
পাকিস্তানের লেখা চিঠিতে দাবি করা হয়েছিল, জইশ প্রধান আফগানিস্তানের নানাগড়হর অথবা কানহারে রয়েছে। তারপর থেকে প্রশ্ন উঠতে শুরু হয়েছিল যে জইশ প্রধান কি আফগানিস্তানের গা ঢাকা দিয়ে রয়েছেন? এবার মুখ খুলল তালেবান।
তালেবান মুখপাত্র জ়াবিউল্লাহ মুজাহিদ স্থানীয় সংবাদমাধ্যম টোলে নিউজকে মাসুদের আফগানিস্তানে থাকার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, মাসুদ সম্ভবত পাকিস্তানেই আত্মগোপন করে রয়েছেন।
মাসুদ প্রসঙ্গে মুজাহিদ বলেন, জইশ গোষ্ঠীর নেতা মাসুদ আজহার আফগানিস্তানে নেই। এই সংগঠন পাকিস্তানে রয়েছে। আমাদের কাছে এই নিয়ে কিছুই জানতে চাওয়া হয়নি। সংবাদমাধ্যমে এই খবর শুনেছি। আমরা বলতে চাই, এই কথা সম্পূর্ণ অসত্য।
তালেবানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই ধরনের খবর কাবুল ও ইসলামাবাদের সম্পর্ককে প্রভাবিত করবে। অপর মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, যার কোনও প্রমাণ বা নথি নেই, সেই ধরনের অভিযোগ থেকে আমরা সকলকে বিরত থাকা আবেদন জানাচ্ছি। সংবাদমাধ্যমের এই ধরনের অভিযোগ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে।
জাতিসংঘ ঘোষিত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদকে এক প্রকার বাধ্য করেছিল প্যারিস নির্ভর ফাইনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অথবা এফএটিএফ। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে পাকিস্তানের চিঠির কথাটি প্রকাশ্যে আসে।
উল্লেখ্য, এফএটিএফের চাপেই পাকিস্তানের আরেক কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা সাজিদ মীরের মৃত্যুর কথা প্রকাশ্যে এনেছিল ইসলামাবাদ।
সূত্রঃ এএফপি। ছবিঃ সংগৃহীত।