Bangladesh: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, দলে নেই রিয়াদ

Published By: Khabar India Online | Published On:

 ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি ৩০ দিন। বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া। আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই দল ঘোষণা করলো বিসিবি।

বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আরও পড়ুন -  Pori Moni: জন্মদিনে উদ্দাম নাচ পরীমনির, লুঙ্গিতে কাছা, হাতে জুতো

এবারের দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ডেপুটি হিসেবে বেছে নেয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। একইসাথে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন তিনি।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠে ব্যাট হাতে তার বাজে পারফরম্যান্সই তার সর্বনাশ ডেকে আনলো। বিসিবি সভাপতিও অভিজ্ঞ এই ক্রিকেটারকে সম্মানের সঙ্গে বিদায় দেয়ার পথ খুঁজছিলেন।

আরও পড়ুন -  Argentina-Australia Match: আর্জেন্টিনার জন্য প্রতিটা ম্যাচ ‘ফাইনাল’, নক আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে

রিয়াদের সাথে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাইম শেখ, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন।

মূল দল থেকে বাদ পড়লেও বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকবেন শেখ মেহেদি হাসান। রিজার্ভ হিসেবে নেয়া হয়েছে লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও সৌম্য সরকারকে।

আরও পড়ুন -  "টিউটোপিয়া লার্নিং অ্যাপ"

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাইঃ   শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন।