চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে গত সপ্তাহে হওয়া ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় সব পরিবহন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবা স্বাভাবিক হওয়ার পর জরুরি প্রতিক্রিয়ার স্তর নামানো হয়েছে। ৫ বছরের মধ্যে প্রদেশটিতে হওয়া সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে গানসি নামে পরিচিত এলাকায় ৫৫ জন ও ইয়ান শহরে ৩৮ জনের মৃত্যু হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল লুদিংয়ের ৯ জনসহ এখনও ২৫ জন নিখোঁজ রয়েছে, তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে।
সিচুয়ান প্রাদেশিক সরকারের উইচ্যাট একাউন্টের খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার বেশ কয়েকটি শহরে নিহতদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সিচুয়ানে ভূমিকম্পের পর গত সপ্তাহজুড়ে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বারবার বিঘ্নিত হয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় ঝেজিয়াং, লুদিং, দক্ষিণাঞ্চলীয় ইউনান, উত্তরপশ্চিমাঞ্চলীয় শিনজিয়াংসহ বিভিন্ন এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে। ছবিঃ সংগৃহীত।