World Cup Squad: ভারত বিশ্বকাপের দল ঘোষণা করল

Published By: Khabar India Online | Published On:

 অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কয়েকটি দেশ তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে।

 বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

 সোমবার অনেকটা চমকহীন দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটে। চোটে পড়ায় দলে রাখা হয়নি অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

আরও পড়ুন -  Cristiano Ronaldo: শেষ হয়ে গেল বিশ্বকাপ জয় স্বপ্নটাঃ ক্রিস্তিয়ানো রোনালদো

 দলে জায়গা হয়েছে রবীচন্দ্রন অশ্বিনকে। পেসার মোহাম্মদ শামিকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলা দীপক হুডাকে রাখা হয়েছে দলে। ছিটকে পড়া জাদেজার পরিবর্তে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের।

আরও পড়ুন -  শেখ হাসিনাকে নিয়ে বিষ্ফোরক ছেলে জয়

প্রসঙ্গত, বিশ্বকাপে গ্রুপ-২ এ থাকা ভারত আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন।

ভারতের স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্সাল প্যাটেল ও অর্শদীপ সিং।

আরও পড়ুন -  ভুনা খিচুড়ি রেসিপি: একটি আনন্দদায়ক বাঙালির আরামদায়ক খাবার

স্ট্যান্ড বাইঃ   মোহাম্মদ সামি, রবি বিষ্ণোই, শ্রেয়াস আয়ার ও দীপক চাহার।