Twitter: হোয়াটসঅ্যাপ বাটন টুইটারে যোগ

Published By: Khabar India Online | Published On:

বিশ্বের জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটার। কোটি কোটি মানুষ ব্যবহার করছেন। টুইটারের নানা বাধ্যবাধকতা থাকায় অনেকেই এটি এড়িয়ে চলেন।

 সম্প্রতি টুইটারে যোগ হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালু করতে চলেছে টুইটার। টুইট সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে। টুইটের নিচে একটি হোয়াটসঅ্যাপের লোগো দেওয়া আইকন যুক্ত হয়েছে। আগের মতো আর লিঙ্ক কপি করে শেয়ারের প্রয়োজন হবে না। মাত্র একবার ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা যে কাউকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে টুইট শেয়ার করা সম্ভব।

আরও পড়ুন -  Social Network: ইনস্টাগ্রাম-ফেসবুক-টুইটার সোশ্যাল নেটওয়ার্ক, রাশিয়ায় কেও ব্যবহার করতে পারবেন না

বর্তমানে টুইটারে যে শেয়ার অপশন রয়েছে সেখানে ট্যাপ করলে একাধিক শেয়ারিং অপশন পাওয়া যায়। সেখানে ডিরেক্ট মেসেজের মাধ্যমে শেয়ারের অপশন আছে। কপি লিঙ্ক, এমবেড, বুকমার্ক এবং বিভিন্ন মাধ্যমে শেয়ারের অপশন রয়েছে। নতুন হোয়াটসঅ্যাপ বাটনের মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপে টুইট শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা মাত্র এক ক্লিকে।

আরও পড়ুন -  ১০ এপ্রিলের মধ্যে KYC আপডেট না করলে বন্ধ হতে পারে PNB অ্যাকাউন্ট!

সূত্রঃ  টেকক্রাঞ্চ।