UGC: ঘোষণা করল ইউজিসি, করোনা সময়কালে অনলাইনে পাওয়া ডিগ্রী দিয়ে কি চাকরি পাওয়া যাবে?

Published By: Khabar India Online | Published On:

 একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি আপনি ডিসপেন সেবা অনলাইনে একটি ডিগ্রি লাভ করেন তাহলে এই ডিগ্রি কি রেগুলার কোর্সের সমতুল্য হবে?

করোনা পরিস্থিতিতে দ্বন্দ্বে পড়েছিলেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ পড়ুয়া। এই নিয়ে একটি বড় ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন, ইউজিসি।

ইউজিসি সচিব রজনীশ জৈন জানিয়েছেন, “২০১৪ সালে ইউজিসির জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছিল যে স্নাতক এবং স্নাতক উত্তর স্তরের ডিগ্রীগুলি যদি ডিসটেন্স বা অনলাইনে অর্জন করা হয় তাহলে তা প্রচলিত মাধ্যমে প্রাপ্ত ডিগ্রীর সমতুল্য হিসেবে গণ্য করা হবে।’

আরও পড়ুন -  ওয়েদার আপডেট, ১৭ ডিগ্রিতে তাপমাত্রার পারদ নেমেছে, জাঁকিয়ে শীত কবে পড়বে?

প্রসঙ্গত, ইউজিসির ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং প্রোগ্রাম এবং অনলাইন প্রোগ্রাম রেজুলেশনের ২২ নম্বর ধারা অনুযায়ী, অনলাইন বা ডিসটেন্স মাধ্যমে অর্জন করা ডিগ্রী রেগুলার কোর্সের সম্পূর্ণভাবে সমতুল্য ডিগ্রী হিসেবে গৃহীত হয়। যদি এই ডিগ্রি আরো বেশি জনপ্রিয়তা পায় তাহলে দেশে শিক্ষার প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -  VIDEO: খুব চরমে গিয়ে আবেদনময়ী ভঙ্গিতে নাচ যুবতীর চটুল হিন্দি গানে, সোশ্যাল মিডিয়ায় দিতেই ঝড়ের আগেই ভাইরাল হচ্ছে ভিডিও

 উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে অনলাইন শিক্ষাব্যবস্থা ও ডিসটেন্স লার্নিং ব্যবস্থার প্রসার ঘটেছে দারুন ভাবে।  রেগুলার কোষ এবং কারিকুলাম একটা লম্বা সময় পর্যন্ত অনলাইনে পরিণত হয়েছিল। ক্লাস বন্ধ থাকার কারণে এই ধরনের কোর্স অনলাইনে করতে বাধ্য হয়েছিলেন। দেখতে গেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই বিজ্ঞপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহল।

করোনা ভাইরাস সময়কালে ডিগ্রী লাভ যে সমস্ত পড়ুয়া করেছিলেন তাদের মনে প্রশ্ন ছিল ভবিষ্যতে তারা কোন সমস্যার মুখোমুখি হবেন কিনা এই ডিগ্রির জন্য। অনেকেই ইউজিসিকে প্রশ্ন করেছিলেন বলেও জানিয়েছেন ইউজিসি সচিব। এই প্রসঙ্গেই এবারে বড় ঘোষণা করল ইউজিসি। তারা সরাসরি জানিয়ে দিল, অনলাইন বা ডিসটেন্সে লাভ করা ডিগ্রিতে চাকরি পেতে কোনরকম সমস্যা হবে না। যদি আপনাররেজাল্ট ভালো থাকে এবং আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি এই ডিসটেন্সের ডিগ্রি দেখিয়ে যে কোন জায়গায় চাকরি পেতে পারবেন। সকলে খুশি।

আরও পড়ুন -  রোমান্স রয়েছে মুহূর্তে মুহূর্তে, আগে দরজা বন্ধ করুন তারপর দেখুন শ্বশুর এবং বৌমার এই সিরিজটি