Queen Elizabeth II: অন্তিম যাত্রা শুরু, রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনবাহী গাড়ি

Published By: Khabar India Online | Published On:

নিজের প্রিয় বালমোরাল ক্যাসেল ছাড়লেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

রানির চিরবিদায়ের যাত্রা শুরু হলো, আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ হবে।

স্কটল্যান্ডের স্থানীয় সময় রবিবার সকাল ১০টার দিকে বালামোরাল থেকে স্কটিশ রাজধানী এডিনবার্গের উদ্দেশ্যে ছয় ঘণ্টার যাত্রা শুরু করেছে রানির কফিনবাহী গাড়ী। শেষ বারের মতো রানিকে শ্রদ্ধা জানাতে সড়কে সড়কে মানুষের বিশাল সমাবেশ দেখা গেছে। সড়কের দুই পাশে হাজার হাজার জনতা হাতে ফুল নিয়ে অশ্রুশিক্ত নয়নে রানির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

আরও পড়ুন -  রাজা হবেন চার্লস এই মুকুট পরে, শতবর্ষের পুরনো রীতি অনুযায়ী

রানির কফিনবাহী গাড়ি বহরটি ২৮০ কিলোমিটার যাত্রা শেষে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে হলিরুডহাউসের রাজকীয় প্রাসাদে নিয়ে যাওয়া হবে। সোমবার তাকে প্রাসাদ থেকে নিকটবর্তী সেন্ট জাইলস ক্যাথেড্রালে পৌঁছে দেওয়া হবে, মঙ্গলবার বিমানে করে লন্ডনে উড়ে যাওয়ার আগে সেখানেই রাখা হবে রানির কফিন।

আরও পড়ুন -  Fixed Deposit Account: ফিক্সড ডিপোজিট, সুদের হারে পরিবর্তন, জেনে নিন কোন ব্যাঙ্ক কত দিচ্ছে

আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের সম্মান জানানোর জন্য সমাহিত করার ৪ দিন আগে থেকেই তার দেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবের সেইন্ট পল গির্জার পাশে সমাহিত করা হবে রানিকে।

আরও পড়ুন -  Queen Elizabeth II: রানির মরদেহ, এডিনবরায় শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ

রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে গত বৃহস্পতিবার তার চিরবিদায়ের মাধ্যমে। এর পর থেকে তার মরদেহ ছিল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের বলরুমে।

সূত্রঃ বিবিসি। ছবিঃ সংগৃহীত।