১২ কোটি টাকার পাহাড় খাটের নিচে, গার্ডেনরিচ কান্ডে, ইডির অধিকারীরা টাকার উৎস্যের খোঁজ করছেন

Published By: Khabar India Online | Published On:

গার্ডেনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্কটা ক্রমাগত বাড়তে শুরু করেছে। প্রথমে জানা গেছিল এই টাকার পরিমাণ ৭ কোটি।

এবারে জানা গেলো এই টাকার পরিমাণ বাড়ছে। পাওয়া খবর অনুযায়ী, এই টাকার পরিমাণ ১২ কোটি টাকা। ইতিমধ্যেই এই টাকার পরিমাণ ১৫ কোটি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইডির অধিকারীরা এই টাকার উৎস্যের ব্যাপার খোঁজ করছেন।

আরও পড়ুন -  সবুজায়নের তরে গাছ লাগানো চাই, হুগলী'র চুঁচুড়া শহরে বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হল

এই টাকা গোনার জন্য ট্রাঙ্ক নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে। একটি ট্রাক এসেছে এই টাকা নেওয়ার জন্য। আর জানা যাচ্ছে, এই ট্রাকে আছে ১০টি ট্রাঙ্ক।

আরও পড়ুন -  সরকারি কর্মচারীরা বড় বাড়ি পেতে চলেছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধির আগেই

 

প্রায় ৮ ঘন্টা ওই বাড়িতে তদন্ত করেছিলেন ইডি আধিকারিকরা। সন্ধ্যা নাগাদ ইডি অধিকারীকরা জানান, এই টাকার পরিমাণ ১২ কোটি টাকা। কিন্তু এই টাকা এলো কোথা থেকে? আর কিভাবে এই টাকা পেলেন আমির খান।

আরও পড়ুন -  Web Series: প্রিয়া গামরে এই আকর্ষণীয় চেহারায় দেখা দিলেন, আগে বন্ধ করুন দরজা তারপর এই ভিডিও দেখবেন

 

সূত্রের খবর, খাটের তলায়, বাড়ির একাধিক জায়গায় এই টাকা লুকিয়ে রাখা ছিল। অভিযোগ উঠেছে অনলাইন গেমের প্রতারণার মাধ্যমে এই বিপুল টাকার প্রতারণা হয়েছিল বলে অভিযোগ। শুধুই কি মোবাইল গেমের প্রতারণা? নাকি এর পেছনে রয়েছে আরও বড় চক্র?