40 C
Kolkata
Monday, May 20, 2024

New Zealand: তিমির সঙ্গে ধাক্কায় নৌকাডুবি নিউজিল্যান্ডে, মৃত্যু ৫

Must Read

নিউজিল্যান্ডে তিমি মাছের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, যখন নৌকাটি উল্টে যায় তখন সেটিতে ১১ জন ছিলেন। জরুরি পরিষেবাকর্মীরা পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন -  Sara Tendulkar: রাত কাটালেন শচীনকন্যা বাড়ির বাইরে মধ্যরাতে, মানা করা হয়েছিলো

জানা গেছে, মারাত্মক এই দুর্ঘটনাটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের শহর কাইকোরার কাছে ঘটেছে। সেখানের মেয়র ক্রেগ ম্যাকল নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার সময় ১১ জন নৌকায় ছিলেন ও ছয়জন নিরাপদে তীরে পৌঁছাতে পারেন।

আরও পড়ুন -  বাড়ির ঝাঁটা পশ্চিম দিকে রাখবেন না, সাথে এই নিয়ম করে দেখুন

ম্যাকল বলেন, ডুবে যাওয়ার সময় সাগরের জল শান্ত ছিল। ধারণা করা হচ্ছে তিমিটি নৌকার নিচ থেকে উঠেছিল। তাতেই নৌকাটি উল্টে যেতে পারে। তিনি নিশ্চিত নন যে কোন ধরনের তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। ওই এলাকায় কিছু স্পার্ম ও হামব্যাক তিমি রয়েছে।

আরও পড়ুন -  Manasi Sinha: উর্মির ‘ছোট ঠাম্মি’ ধারাবাহিক থেকে সরে এলেন, কেন ?

তিমি দেখার জন্য কাইকোরা হচ্ছে একটি জনপ্রিয় গন্তব্য। পর্যটকরা তিমি, ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রাণীকে কাছ থেকে দেখতে নৌকা বা হেলিকপ্টার ভাড়া করতে পারেন বলে মনে করা হচ্ছে।

Latest News

Web Series: বোল্ড ওয়েব সিরিজ রিলিজ হলো, এই দৃশ্য দেখলে চোখ বন্ধ রাখতে হবে

Web Series: বোল্ড ওয়েব সিরিজ রিলিজ হলো, এই দৃশ্য দেখলে চোখ বন্ধ রাখতে হবে। Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img