Avika Gor: ছোট্টটি নেই, ‘বালিকা বধূ’, নেটদুনিয়ায় হটনেসে কাঁপাচ্ছেন, ভক্তরা পাগল

Published By: Khabar India Online | Published On:

কালার্স চ্যানেলের শুরু থেকেই জনপ্রিয় ছিল ‘বালিকা বধূ’।

সিরিয়ালের প্রেক্ষাপট ছিল রাজস্থানের বাল্যবিবাহ। শৈশবে বিয়ে হয়ে যাওয়ার পর জীবনের সন্ধিক্ষণে এসে সেই সঙ্গীকে ভালোবাসতে না পারা, বিধবা বিবাহ সব মিলিয়ে তৈরি হয়েছিল ‘বালিকা বধূ’-র কাহিনী। গাজরা কোঠারি (Gajra Kothari)র লেখা প্রতিটি শব্দ জীবন্ত হয়ে উঠেছিল।

আরও পড়ুন -  রাজস্বের দুটি পর্ষদের সংযুক্তিকরণ সংক্রান্ত প্রতিবেদনটি তথ্যগতভাবে ভু্ল

শেষ দিন অবধি টিআরপি রেটিংয়ে শীর্ষে ছিল ‘বালিকা বধূ’। মুখ্য চরিত্র আনন্দীর শৈশবকাল ফুটিয়ে তুলেছিলেন অভিকা গর (Avika Gor)।

‘বালিকা বধূ’র শুরুতে যথেষ্ট ছোট অভিকাকে সপ্তদশী হতে দেখেছেন দর্শক এবং তাও ‘বালিকা বধূ’র সেটেই। অনেকগুলি সিরিয়ালে অভিকা অভিনয় করলেও এখনও তাঁর পরিচয় আনন্দী নামেই। ‘বালিকা বধূ’-র আনন্দীর সাথে বাস্তবের অভিকাকে বর্তমানে মেলানো যাচ্ছে না।

আরও পড়ুন -  Gold Price Today: ব্যাপক হেরফের সোনার দামে, আজ কত দাম চলছে সোনালী ধাতু?

সোশ্যাল মিডিয়ায় অভিকা যথেষ্ট জনপ্রিয়। কখনও দেখা যায় বিকিনিতে। কখনও অভিকার পরনে থাকে পার্পল রঙের গাউন। পঁচিশ বছর বয়সী অভিকা ইতিমধ্যেই অভিনয় করেছেন বেশ কয়েকটি দক্ষিণী ফিল্মে। এমনকি ঘনিষ্ঠ বন্ধু মণীশ রাইসিঙ্ঘন (Manish Raisinghan)এর সাথে যৌথ ভাবে শর্ট ফিল্ম পরিচালনা করেছেন অভিকা।