TRP: বাজিমাত ‘গাঁটছড়া’র! তিনে জায়গা পেল না ‘মিঠাই’

Published By: Khabar India Online | Published On:

গত সপ্তাহে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলো স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া।

 প্রথম স্থানে খড়ি-ঋদ্ধি’র জুটি। মিঠাইকে টপকে ৮.২ গোলে সকলকে হারিয়ে ফার্স্ট গাঁটছড়া। এই সপ্তাহে মিঠাই রানীকে মেরে দিয়েছে আরো দুটি ধারাবাহিক, সেটি হল গৌরী এলো, অন্যটি ফড়িং।

ভট্টাচার্য বাড়ির তিন বোনের সঙ্গে বরাবর ঝামেলায় জড়িয়ে থাকতো বড়লোক সিংহরায় বাড়ির তিন ছেলে। গল্পের ছত্রে দেখানো হয়েছে এই তিন ছেলের অর্ধাঙ্গিনী হয়ে এসেছে ভট্টাচার্য বাড়ির তিন মেয়েই। একের পর এক কাণ্ড ঘটিয়ে এখনও সপরিবারে মধুচন্দ্রিমা কাটাচ্ছে তিন জুটি। এতেই দর্শকদের আকর্ষণের মাত্রা বেড়েছে,  সুইমিংপুলে নীল জলে সুইম স্যুট পরা ছবি ও দৃশ্য দেখে দর্শকরা অস্থির। ওদের সুইমিং পুল দুষ্টুমি থেকে রোম্যান্স সবটাই এখন দর্শকদের আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। এই সপ্তাহে বাড়তি পাওনা ছিল ফ্যাশন শো। বুদ্ধি দিয়ে দত্তদের হারিয়ে রীতিমতো বাজিমাত করেন খড়ি। সেই জন্যেই চলতি সপ্তাহের সেরা হল গাঁটছড়া।

আরও পড়ুন -  Bharat Kaul: ' মেয়ের জন্য বাঁচতে চাই ’, বললেন অভিনেতা ভরত কল !

*  গাঁটছড়া – ৮.২
*  গৌরী এলো – ৮.০
*  আলতা ফড়িং – ৭.৪
*  মিঠাই – ৭.২
*  ধুলোকণা – ৭.১
*  লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৬.৮
*  অনুরাগের ছোঁয়া , জগদ্ধাত্রী – ৬.৪
*  সাহেবের চিঠি, খেলনা বাড়ি – ৫.৯
*  মাধবীলতা – ৫.৭
*  এই পথ যদি না শেষ হয় – ৫.৫

আরও পড়ুন -  ‘দেশের মাটি’ ধারাবাহিকে ফিরলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, মা হওয়ার পর