40 C
Kolkata
Monday, April 29, 2024

Jio-র এই অফার মন জিতেছে, ৯০ দিনের জন্য পেয়ে যান ব্যাপক সুবিধা

Must Read

বড় টেলিকম কোম্পানিগুলির মধ্যে হলো রিলায়েন্স জিও।

একটা সময় ছিল ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি এবং এর ধারে কাছে কোন টেলিকম কোম্পানি ছিল না ভারতে। কোম্পানির সিম কার্ড অথবা পরিষেবা ব্যবহার করলে আপনারা সকলেই দারুন সাপোর্ট পেতে পারেন এবং এই কোম্পানির বিশেষ কোনো টেকনোলজিগত অসুবিধা নেই।

 এবার জিও ব্যবহারকারীদের জন্য চলে এসেছে একটি নতুন অফার, জিও ব্যবহারকারীদের এই মুহূর্তে খুশির খবর। জিওর তিন মাসের ভ্যালিডিটি বিশিষ্ট একটি বিশেষ প্ল্যান মার্কেটে একেবারে ধামাকা।

আরও পড়ুন -  সম্পূর্ণ লকডাউন কার্যকর করতে মালদার মানিকচক থানার পক্ষ থেকে মাইকিং ও প্রচার

 প্ল্যানে আপনারা বেশ কিছু বড় বড় সুবিধা পেয়ে যাবেন, যা আপনাকে নানাভাবে সাহায্য করবে। এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না।

 তিন মাসের প্রিপেড প্ল্যানের সঙ্গে আপনারা প্রত্যেকদিন ২ জিবি হাই স্পিড ইন্টারনেট এবং তার সাথেই আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা পেয়ে থাকেন। প্ল্যানের সঙ্গে কোম্পানি ৯০ দিনের ভ্যালিডিটি অফার করে থাকে। প্রত্যেকদিন দুই জিবি করে হিসাব করলে সর্বমোট ১৮০ জিবি ইন্টারনেট অফার করে থাকে রিলায়েন্স জিও এই প্ল্যানের সঙ্গে।

আরও পড়ুন -  Social Media: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রতারণার হাত থেকে রক্ষা পেতে এক বিশেষ শিবির

 পাশাপাশি রিলায়েন্স জিও কোম্পানির টি তাদের জিও ফাইবার ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার নিয়ে সামনে এসেছে। অফারে আপনারা যদি নতুন জিও ফাইবার কানেকশন বুক করেন তাহলে ১৫ দিনের জন্য আপনি সম্পূর্ণ পরিষেবা বিনামূল্যে পেয়ে যাবেন। এই প্লানের সুবিধা আপনি তখন পাবেন যখন আপনি জিও ফাইবার পোস্টপেইড এন্টারটেইনমেন্ট বনাঞ্জা প্ল্যান রিচার্জ করাবেন।

আরও পড়ুন -  দশেরা উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা

যারা জিও ফাইবার ব্যবহার করছেন তাদের জন্য এই অফার নয়। বরং যারা নতুন কালেকশন গ্রহণ করতে চাইছেন তারাই এই নতুন অফার গ্রহণ করতে পারবেন। ১৫ দিনের এই সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে ৪৯৯ টাকা, ৫৯৯ টাকা, ৭৯৯ টাকা এবং ৮৯৯ টাকার প্ল্যানের মধ্যে যেকোনো একটি রিচার্জ করতে হবে।

Latest News

Vande Metro Train: ছুটবে বন্দে মেট্রো ট্রেন এই শহরগুলিতে

Vande Metro Train: ছুটবে বন্দে মেট্রো ট্রেন এই শহরগুলিতে।  এবারে আসছে বন্দে মেট্রো, বন্দে ভারত ট্রেনের পর। ভারতীয় রেল শীঘ্রই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img