সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ সারারাত্রি খোলা আকাশের নিচে পড়ে রইলেন করোনা আক্রান্ত রোগী। পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী সামুনডাই কলোনি এলাকার ঘটনা। স্বামী কত ১০ বছর ধরে নিখোঁজ। দুটি সন্তান রয়েছে। এলাকারই একজনের বাড়িতে বারান্দায় আশ্রিতা হিসাবে থাকতেন। পুরসভা থেকে ইন্দিরা আবাস যোজনার ঘর পেয়েছেন কিন্তু সেই ঘরের কাজ এখনো সম্পন্ন হয়নি। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। জ্বরে আক্রান্ত হন। সোমবার তার করোনা পরীক্ষা হয়। গতকালকে রিপোর্ট আছে সে পজিটিভ। এরপর থেকে স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় কিছু মানুষ তাতে বাধা দেয়। ফলে তার অসমাপ্ত যে ঘরটি রয়েছে সেখানেই কোনরকমে তিরপল খাটিয়ে দুই সন্তানকে নিয়ে পড়ে রয়েছেন। এ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল। এ বিষয়ে পুরাতন মালদার বিজেপি সাধারণ সম্পাদক অসীম চৌধুরী জানান এটা খুবই দুঃখজনক ঘটনা এবং এর জন্য দায়ী পৌর প্রশাসন কারণ করোনা মোকাবেলা করার জন্য একটি কমিটি গঠন করেছে কিন্তু কোনো ভূমিকা নেই এই কমিটির তাই তিনি জানান তাদের সাধ্যমতো দলীয় গত ভাবে ঐ অসহায় মহিলার পাশে দাঁড়াবেন।অন্যদিকে এ বিষয়ে ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর শঙ্কু সিনহা জানান যে ঐ মহিলাকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে কিন্তু তাকে স্কুলে রাখার ব্যবস্থা করা হয়নি কারণ এলাকার বাসিন্দাদের বাধা দেওয়ার ফলে স্কুলে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে পৌরসভার পৌর প্রশাসক কার্তিক ঘোষ জানান যে ওই মহিলার জন্য পৌরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে এবং তাকে সরকারিভাবে ইংরেজবাজারের ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা ইস্কুলে রাখার ব্যবস্থা চলছে এবং সব ধরনের সহযোগিতা করা হবে কিন্তু করানোর সংক্রান্ত বিষয়ে এখনো কিছু মানুষ কুসংস্কারে ভুগছে এবং ওই মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে তার জন্য ক্ষোভ প্রকাশ করেন পৌর প্রশাসক কার্তিক ঘোষ।