IND vs PAK: ধ্বংসের মুখে ক্যারিয়ার, পাকিস্তানের কাছে হেরে, টিম ইন্ডিয়ার জন্য বোঝা এই পেসার

Published By: Khabar India Online | Published On:

এশিয়া কাপের সুপার-৪ এর উত্তেজনামূলক ম্যাচে গতকাল পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে ভারত।

টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত নির্ধারিত ওভারের ১৮১ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলেও বল হাতে ভারতীয় পেসারদের ব্যর্থতার কারণে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে সক্ষম হয় পাকিস্তান। ম্যাচ ভারতের অনুকূলে থাকলেও ১৯তম ওভারে সমস্ত পরিসংখ্যান পাল্টে যায়।  পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় খলনায়ক হিসেবে উঠে এসেছে ভারতের তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের নাম।

আরও পড়ুন -  Virat Kohli: ১৭৫ কোটি টাকা বার্ষিক আয়, ১,০০০ কোটির গণ্ডি পার হলো কোহলির

মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে চরম ফ্লপ হওয়ার পর জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন। চলতি এশিয়া কাপে ভারতীয় দলের জন্য একমাত্র তারকা পেসার তিনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে তার হতাশা জনক পারফরমেন্স তার ক্যারিয়ার ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন -  IND Vs NZ: ভয়ে কাঁপছে বিপক্ষ দল, প্রত্যাবর্তন করতে চলেছে টিম ইন্ডিয়ায়, নিউজিল্যান্ডের বিপক্ষে

ম্যাচ যখন ভারতের হাতে তখন ১৯তম ওভারে এসে বেপরোয়া বোলিং করেন ভুবনেশ্বর কুমার। ওই ওভারে ১৯ রান খরচ করে ম্যাচ পাকিস্তানের হাতে তুলে দেন তিনি।

আরও পড়ুন -  Team India: সূর্য কুমার যাদবের নাম জাতীয় দল থেকে কাটা যাবে, BCCI কর্মকর্তা নিশ্চিত করলেন

সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪০ রান খরচ করে একটি মাত্র উইকেট দখল করেন ভুবেনশ্বর কুমার। মনে করা হচ্ছে, আসন্ন দিনে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন।