Tiger Shroff: ভালো লাগে শ্রদ্ধাকে, দিশা শুধুই বন্ধুঃ টাইগার শ্রফ

Published By: Khabar India Online | Published On:

বলিপাড়ায় আলোচিত জুটি দিশা ও টাইগার শ্রফ। তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এমনটাই মনে করছেন ভক্তরা। মানে পাঁচ বছরের প্রেমের ইতি! এই বিষয়ে দুজনের কেউ পরিষ্কার করে বলেননি।

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ ৭’ অনুষ্ঠানে গিয়েছিলেন টাইগার। সেখানে দিশার বিষয়টি উঠে।

আরও পড়ুন -  Ranbir-Disha: দিশা পাটানি সমস্যায় পড়তেন, রণবীর কাপুরের জন্য

টাইগার শ্রফ বলেন, আমি সিঙ্গেল, কোনো সম্পর্ক নেই। একজনকে ভালো লাগতো। তবে তিনি দিশা নন। দিশা আর আমি খুব ভালো বন্ধু। আগে যেমন ছিলাম এখনো আমরা একই আছি।

 অভিনেতাকে করণ বলেন, একটি রেস্তোরাঁয় প্রতি রবিবার আপনাদের একসঙ্গে দেখা যায়।

আরও পড়ুন -  Disha Patani: দিশা পটানির কোটির টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি আছে

উত্তরে টাইগার শ্রফ বলেন, আমরা একই ধরনের খাবার খাই, তাই একসঙ্গে খেতে যাই। হ্যাঁ, আমাদের সম্পর্ক নিয়ে অনেক বছর ধরেই নানা জল্পনা রয়েছে। আমরা শুধুই ভালো বন্ধু। তবে আমার যাকে ভালো লাগে তিনি হলেন শ্রদ্ধা কাপুর।

অভিনেতা জানান, স্কুলে পড়াকালীন শ্রদ্ধাকে তার ভালো লাগতো। তবে ভয়ে তার কাছে যেতেন না। দূর থেকে দেখতেন।

আরও পড়ুন -  Disha Patani: দিশা খলনায়িকা, 'এক ভিলেন রিটার্নস ’

 শ্রদ্ধা ও টাইগার একসঙ্গে ‘বাঘি’ সিনেমায় ছিলেন। আগে দিশার সঙ্গে ২০১৮ সালে ‘বাঘি ২’তে দেখা যায় টাইগারকে।

‘হিরো পান্তি’ সিনেমা দিয়ে পর্দায় আসেন টাইগার। বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী কৃতি স্যানন।