23 C
Kolkata
Thursday, May 9, 2024

লকডাউন চীনা শহরে, করোনা প্রাদুর্ভাবে

Must Read

নতুন করে কোভিড -১৯ এর প্রাদুর্ভাব চীনের চেংডু শহরে। বৃহস্পতিবার থেকে কার্যকরভাবে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

চীনের শূন্য-কোভিড নীতির অধীনে সর্বশেষ পদক্ষেপ এটি।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারী বিজ্ঞপ্তিতে বলেছে, সংক্রমণের নতুন তরঙ্গের বিরুদ্ধে লড়াই করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে বাসিন্দাদের অবশ্যই নীতিগতভাবে বাড়িতে থাকতে হবে। চীনের দক্ষিণ-পশ্চিমে চেংডু শহরে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ বসবাস করে।

আরও পড়ুন -  রাজ্যে বাড়লো বিধি - নিষেধের মেয়াদ, ঘোষণা করেছে নবান্ন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পরিবারকে প্রতিদিন মুদি এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে একজনকে বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হবে, যদি তারা আগের ২৪ ঘন্টার মধ্যে নেতিবাচক পরীক্ষা করে থাকে।

আরও পড়ুন -  বেতন, বোনাস ও এক মাসের ছুটি, বিয়ে করলেই

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শহরটির সমস্ত বাসিন্দাদের বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে ভাইরাসের জন্য পরীক্ষা করা হবে, “একদম প্রয়োজনীয়” না হলে তাদের শহর ছেড়ে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন -  Rituparna Sengupta: শ্রীলা মজুমদারকে নিয়ে বলতে গিয়ে কাঁদলেন ঋতুপর্ণা

সরকার একটি পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চেংডুতে বৃহস্পতিবার ১৫৭ টি নতুন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫২ টিতে কোনও লক্ষণ দেখা যায়নি।

গত মাসে, দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের রিসর্ট শহর সানিয়া লকডাউন করা হয়েছিল। ছবিঃ  সংগৃহীত।

Latest News

Weather Forecast: কয়েকটি জেলায় বিরাট দুর্যোগ দক্ষিণের, স্বস্তির ঝড়বৃষ্টি কতদিন পাবো

Weather Forecast: কয়েকটি জেলায় বিরাট দুর্যোগ দক্ষিণের, স্বস্তির ঝড়বৃষ্টি কতদিন পাবো।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের সেই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img