Summer: সুতি কাপড় গরমে আরাম

Published By: Khabar India Online | Published On:

প্রচণ্ড গরমে নিয়মিত যাতায়াতে পোশাক যদি আরামদায়ক না হয় তাহলে সারাটাদিন কেটে যায় অস্বস্তিতেই।

গরমে সুতি কাপড় সবচেয়ে বেশি আরামদায়ক। সুতির কাপড় খুব হালকা এবং নরম হয়ে থাকে। ফলে সারাদিন পরে থাকার জন্য সুতি কাপড়ই স্বাচ্ছন্দ্যময়।

আরও পড়ুন -  Ushasi Ray: খুব আঁটোসাঁটো পোশাক চেপে রয়েছে শরীরে, এই কালো শর্ট ড্রেসে মুগ্ধতা ছড়ালেন ঊষসী

সুতি কাপড় খুব মসৃণ হওয়ার কারণে অস্বস্তি বোধ হয় না। প্রচণ্ড এই গরমে শরীরে ভালোমতো বাতাস চলাচল করতে সাহায্য করে সুতি কাপড়ের পোশাক।

অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বন্ধুদের আড্ডায় সুতি কাপড়ের নানান রকম ফ্যাশনেবল জামা পরিধান করতে পারেন। সুতির কাফতান এখন বেশ জনপ্রিয় এবং স্টাইলিশ। এছাড়া সুতির কামিজ, ফতুয়া, টপ্স অথবা গোল জামাও পরিধান করতে পারেন গরমে।

আরও পড়ুন -  China: বিশ্বের জন্য উদ্বেগের, চীনের করোনা পরিস্থিতিঃ মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র

 পোশাক বাছাই করার ক্ষেত্রে হালকা রঙকে প্রাধান্য দিন। গরমে হালকা রংয়ের পোশাক যেমন, হালকা নীল, আকাশি, গোলাপি, সাদা, হালকা বেগুনি ও লেমন এই সমস্ত রঙের পোশাকই গরমে বেশ আরামদায়ক। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Ankush-Oindrila: অন্য নায়িকাকে বিয়ে করতে যাচ্ছিলেন, অঙ্কুশ !