Iman Chakroborty: হট লুকে ইমন, অনুরাগীরা উষ্ণ ছবিতে মুগ্ধ হলেন

Published By: Khabar India Online | Published On:

‘এবার কি মডেলিং? গানে রোজগার কম।’ এরকম কমেন্ট যেমন রয়েছে, তেমনই আছে ‘এবার সত্যিই প্রেমে পড়ে গেলাম’, মিষ্টি মিষ্টি কমেন্ট।

সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে আর সেলিব্রিটি হলে যা হয়। কেউ ভালো বলবে তো কেউ মন্দ। সেরকমই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ইমন চক্রবর্তী যখন নেট মাধ্যমে তার ছবি বা ভিডিও ছাড়েন সঙ্গে সঙ্গে পজিটিভ ও নেগেটিভ মন্তব্যের শিকার হন।

আরও পড়ুন -  চিকিৎসা পরিষেবা দেবে বিনা খরচে, হাসপাতাল তৈরি করছেন গায়িকা পলক, দুঃস্থ রোগীদের জন্য

 ফুরফুরে মেজাজে উড়ছেন ইমন। তিনি সোশ্যাল মিডিয়ায় এটি লম্বা সাদা স্লিভলেস গাউনে নিজেকে মেলে ধরেন। ইমন চক্রবর্তীকে সাধারণত শাড়ি বা অন্যান্য সাধারণ পোশাকে দেখে থাকি। এমন হট লুকে এই প্রথম ধরা দিলেন তিনি।

আরও পড়ুন -  Aneek Dhar: অন্নপ্রাশনের ছবি শেয়ার করলেন অনীক, দ্বিতীয় সন্তানের

কোথায় আছেন ইমন? দেশ থেকে বহু দূরে ইমন ভিন শহরের বুকে পাড়ি দিয়েছেন। ইংল্যান্ডের সুন্দর শহর লিডস-এ পা রেখেছেন শিল্পী ইমন।