Ushasi-Nikhil: ঊষসীর সাথে নাম জড়ালো নিখিল জৈনের, নুসরাত ও সৌরসেনীর পর

Published By: Khabar India Online | Published On:

 নুসরাত জাহান ও নিখিল জৈন নিজেদের বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।  সেইসময় থেকেই কারণে-অকারণে মিডিয়াতে তাদের নিয়ে চর্চা চালে।

নুসরাত জাহান অভিনেত্রী হিসেবে লাইম লাইটে থাকেন সর্বদা। প্রাক্তন স্বামীও কিছু কম যান না। বারবারই একাধিক মেয়ের সাথে নাম জড়ানোকে কেন্দ্র করে চর্চায় থাকেন। কয়েকমাস আগেই সৌরশেনী মৈত্রর সাথে নাম জড়িয়েছিল নিখিলের। নুসরাত, সৌরশেনীর পর এবার উষসীর সাথে নাম জড়ালো এই পোশাক ব্যবসায়ীর।

সোমবার নিখিল জৈনের সাথে তার পোশাক বিপণনী সংস্থার শোরুমে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। জমকালো কমলা রঙের ডিজাইনার শাড়ি ও ভারী অলংকারে সেজে উঠেছিলেন তিনি। মাথার খোপায় ফুলের মালাও দিয়েছিলেন তিনি। নিজের এই সাজ নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে অর্থাৎ নিজের ইনস্টা স্টোরিতেও শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। সংবাদমাধ্যমের সাথেও কথা বলতে দেখা গিয়েছিল তাকে। তার মুখে ছিল নিখিলের বিপণনী সংস্থার ভূয়াসী প্রশংসা।

আরও পড়ুন -  শ্বশুরবাড়িতে আমার সমস্ত গয়না আছে, নিখিল অনেক টাকা নিয়েছে , নুসরত !

আগে শোনা গিয়েছিল, সৌরশেনী মৈত্রের সাথে প্রেম করছেন নিখিল। তারা নাকি একসাথে সময়ও কাটিয়েছেন বিদেশে। এই বিষয়কে গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছিলেন তারা। নুসরাত ও সৌরশেনী মৈত্রের পর এবার তালিকায় যোগ হল উষাসী রায়ের নাম।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম আজকে কি বলছে? জানুন কলকাতার বাজারদর

শোনা যাচ্ছে, ছোট পর্দার কাদম্বিনীর সাথে প্রেম করছেন নিখিল। এই মুহূর্তে তার পোশাক বিপণনী সংস্থার অন্যতম মুখ তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, একই জিমে শরীরচর্চা করতেন তারা। সেই সূত্রে বেশ কয়েকবার কথা হলেও, তাদের দুজনের মাঝে কোন ব্যক্তিগত সম্পর্ক নেই। তাদের সম্পর্কের গুঞ্জন মিডিয়াতে মাথাচারা দিয়ে উঠলেও সেই গুঞ্জনকে আপাতত স্বীকার করেননি তারা কেউই।

নুসরাত জাহানও একসময় নিখিল জৈনের পোশাক বিপণনী সংস্থার মুখ ছিলেন। পরে সৌরশেনীকে এই পোশাক বিপণনী সংস্থার মুখ হিসেবে দেখা গিয়েছে। এবার উষসীকেও সেই পথেই হাঁটতে দেখা গেল। উল্লেখ্য কয়েকমাস আগে এই সংস্থার ফটোশুটের জন্যই আন্দামান গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে নাকি তার সাথে সময়ও কাটিয়েছেন নিখিল, এমন কথাও শোনা গিয়েছে।

আরও পড়ুন -  Yash Dasgupta: যশের বাড়ি ছাড়লেন বান্ধবী, যশের জীবনে শুধুই নুসরত !

অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হলে তিনি জানান, তিনি আন্দামানে কাজের জন্য নিজের সহকর্মীদের সাথে গিয়েছিলেন। তারা সকলেই কাজ করার পাশাপাশি ঘুরেও দেখেছেন জায়গাটা। এমনকি তিনি এও জানিয়েছেন, তিনি হোটেল ও টিকিট বুকিংয়ের তথ্যও প্রকাশ্যে দেখিয়ে দিতে পারেন।