Tina Dutta: মুম্বইয়ে পাওয়া যায় না বাংলার স্বাদঃ টিনা দত্ত

Published By: Khabar India Online | Published On:

‘উতরণ’-এর মাধ্যমে টিনা দত্ত (Tina Dutta) যথেষ্ট পরিচিত মুখ। টিনা মুম্বই নিবাসী হলেও তাঁর কেরিয়ারের শুরু কলকাতায়। শিশুশিল্পী হিসাবে ডেবিউ করেছিলেন টিনা।

বিদ্যা বালন (Vidya Balan) অভিনীত ফিল্ম ‘পরিণীতা’-য় শৈশবের ললিতার চরিত্রে এক ঝলক দেখা গিয়েছিল টিনাকে। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ফিল্ম ‘চিরদিনই তুমি যে আমার’-এ প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)-এর বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন টিনা।

আরও পড়ুন -  যেমন কথা তেমনি কাজ, রাজ কোভিড আক্রান্তদের জন্য হাসপাতাল তৈরির কাজ শুরু করলেন

তারপর কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘উতরণ’-এ ইচ্ছার চরিত্রে দেখা যায়। অধিকাংশ সিরিয়ালে খল চরিত্রে অভিনয় করছেন টিনা। পাশাপাশি মায়ের অনুরোধে স্নাতক স্তরের পড়াশোনাও সম্পূর্ণ করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by tina dutta (@tina_dutta_fan)

টিনা খেতে খুব ভালোবাসে। বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করলেও মূলতঃ বাঙালি খাবার তাঁর সবচেয়ে বেশি পছন্দের। টিনা জানালেন, মুম্বইয়ে কোথাও কলকাতার মতো প্রকৃত বাঙালি খাবার মেলে না। তাঁর পরিচিত মানুষরাও বাঙালি খাবার ঠিকমতো রাঁধতে জানেন না। ফলে টিনার মা-বাবা যখন মুম্বইয়ে তাঁর সাথে দেখা করতে আসেন, তখন মা টিনাকে বিভিন্ন বাঙালি পদ রেঁধে খাওয়ান।

আরও পড়ুন -  Rishi Sunak: ঋষি সুনাক, ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে