Finland: হিলারির সমর্থন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে, সমালোচনা হচ্ছে নাচ নিয়ে

Published By: Khabar India Online | Published On:

নাচের কারণে সমালোচনার মুখে পড়া ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের পক্ষে সমর্থন জানিয়েছেন প্রাক্তন  মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মারিনকে সমর্থন জানিয়ে টুইটারে পোস্ট করেছেন হিলারি। এছাড়া নিজের নাচের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন -  Indian Railway-এর এই নিয়ম জানুন, ট্রেনের টিকিট থাকলেও প্ল্যাটফর্মে এই কারণে দিতে হবে জরিমানা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সান্না মারিন ও তার বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা যায়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন।

৩৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর অধিকার আছে তার বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত পার্টিতে অংশগ্রহণের। এবার যোগ দিয়েছেন হিলারি ক্লিনটনও।

আরও পড়ুন -  Temperature: দক্ষিণবঙ্গে অশনির আগমণে কিছুটা রেহাই দিলেও, উত্তরের জলপাইগুড়িতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী !

গতকাল রবিবার ওই টুইটার পোস্টে সান্না মারিনকে ট্যাগ করে হিলারি লিখেছেন, ‘নাচতে থাকুন’।

হিলারির ওই টুইটার পোস্টের সঙ্গে একটি ছবিও আছে। সেখানে একটি জনাকীর্ণ ক্লাবের ভেতরে মুখ ভরা হাসি নিয়ে হিলারিকে নাচতে দেখা গেছে। ছবিটি ২০১২ সালে হিলারির কলম্বিয়া সফরে তোলা। তখন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন -  Britain: আজই ঘোষণা, নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস, ব্রিটেনের

 হিলারির সেই টুইটার পোস্টের জবাব দিয়ে পাল্টা টুইট করেছেন মারিন। সেখানে তিনি হিলারি ক্লিনটনকে ট্যাগ করেন এবং হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, আপনাকে ধন্যবাদ।