Satabdi Roy: শতাব্দী রায় কি জানালেন? অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে

Published By: Khabar India Online | Published On:

বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়,এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারি নিয়ে সরব।

বুঝে উঠে পারছেন না অনুব্রতকে সাপোর্ট করা যায় নাকি যায় না। গরু পাচার কাণ্ডে বীরভূমের বাহুবলী অর্থাৎ অনুব্রত এখন সি বি আই ( CBI) এর আওতায়, তাকে পুরোপুরি সাপোর্ট না করা গেলেও একেবারে নিন্দা করেননি শতাব্দী রায় ( Satabdi Roy)।

আরও পড়ুন -  Web Series: সাহসী ওয়েব সিরিজ "মালতি-২" নিয়ে উল্লুতে আলোড়ন, ভারতী ঝাঁ-এর উষ্ণ অভিনয় নজর কেড়েছে

বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় সিউড়িতে একটি মিছিল করেন, যেখানে তিনি কেন্দ্রের বিরুদ্ধে নানান প্রসঙ্গ টেনে আনেন। দলীয় মিছিলে তিনি কর্মীদের একত্রিত থাকার বার্তা দেন। তিনি বলেন, “আমরা তৃণমূলের সবাই এক এখন সেটা প্রমাণের সময়। আমরা সমস্ত লড়াই, সমস্ত বিরোধিতা, সমস্ত বদমায়েশি এবং ইচ্ছাকৃত ভাবে ঘটানো যে কোনও ঘটনার প্রতিবাদ করব।”

আরও পড়ুন -  অভিনেত্রীকে বারবার ঠিক করতে দেখা গেছে, পোশাক পরে বিরক্ত Priyanka Chopra, ভাইরাল হয়েছে Video

 অনুব্রত সম্পর্কে প্রশ্ন করা হলে, শতাব্দী রীতিমত বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেন সাংবাদিকদের। অনুব্রত সম্পর্কে পজিটিভ বা নেগেটিভ মন্তব্য না করেও তিনি জানান, “প্রমাণ হোক। তারপর এই নিয়ে কথা বলা যাবে।”

আরও পড়ুন -  Final: ১৪ লাখেও মিলছে না ফাইনালের টিকিট, আর্জেন্টিনার এক সমর্থক