Sri Lanka-Afghanistan: উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান, এশিয়া কাপ

Published By: Khabar India Online | Published On:

এশিয়া কাপের ১৫তম আসরের পর্দা উঠছে আজ। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান।

এশিয়া কাপের এবারের আসর হওয়ার কথা ছিলো শ্রীলঙ্কায়। কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। যদিও কাগজে কলমে আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কার নাম।

আরও পড়ুন -  USA: ফের গুলির ঘটনা যুক্তরাষ্ট্রের স্কুলে, গুলিবিদ্ধ ৬

এশিয়া কাপের ১৫তম আসরে অংশগ্রহণ করছে ৬টি দেশ। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। ‘এ’ গ্রুপে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা হংকং।

 ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতি গ্রুপ থেকে সেরা ২টি দলকে নিয়ে হবে সুপার ফোর। সুপার ফোরের সেরা ২ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

আরও পড়ুন -  Sri Lanka: আন্দোলনের মধ্য দিয়েই শ্রীলঙ্কায় নববর্ষ উদযাপন

রবিবার (২৮ আগস্ট) মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশঃ

হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ।

আরও পড়ুন -  Hot Videos: দেশি ভাবী স্লিভলেস ব্লাউজ পরা হট ভিডিও শেয়ার করেছেন, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশঃ

কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।