ভারী বৃষ্টির সতর্কতা জারি, ৫ জেলায়

Published By: Khabar India Online | Published On:

 শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি বাড়বে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিগত ৪৮ ঘন্টায় বৃষ্টির দেখা না মিললেও আজ বেলা গড়ালেই বৃষ্টির সম্ভাবনা আছে।

আগামী সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও হাওয়া অফিস বিশেষভাবে উত্তরবঙ্গে সতর্কতা জানিয়েছে ভারী বৃষ্টির। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন -  Christmas Weather: গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আবহাওয়া বড়দিনে কেমন থাকবে? হাওয়া অফিস আপডেট

 সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতা শহরতলীতে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও তাপমাত্রা সামান্য বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রী সেলসিয়াস ও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এটি প্রায় ২ ডিগ্রী বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ।

আরও পড়ুন -  একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত, সাথে ঝোড়ো হাওয়া, Weather Update

 আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায়। এছাড়া দার্জিলিং, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে।

আরও পড়ুন -  একক-কণা যুক্ত ইঞ্জিন মাইক্রো মেশিন নির্মাণে সাহায্য করতে পারে

দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই।