Durga Puja: আবহাওয়া কেমন থাকবে দুর্গাপুজোয়? বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব

Published By: Khabar India Online | Published On:

অল্প কয়েকদিন পর শুরু হতে চলেছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা ও কাশফুলের বন জানান দিচ্ছে মা আসছে।

 চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপুজো নিয়ে প্রত্যেক বাঙালির মনেই রয়েছে উৎসাহ। পুজোর কয়েকদিন প্যান্ডেল প্যান্ডেল ঘুরে ঠাকুর না দেখলে যেন পুজো সম্পূর্ণই হয় না। আগামী ১ অক্টোবর পুজোর ষষ্ঠী। তবে সকলের মনে একটাই প্রশ্ন দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আরও পড়ুন -  ১২ কোটি টাকার পাহাড় খাটের নিচে, গার্ডেনরিচ কান্ডে, ইডির অধিকারীরা টাকার উৎস্যের খোঁজ করছেন

 চলতি বছরে বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণবঙ্গবাসী। জুন ও জুলাই মাসে বৃষ্টি না হওয়াতে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। এই মুহূর্তে বাঙালির উৎকণ্ঠা তাহলে কি পুজোর সময় বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গ? এই প্রশ্নে হাওয়া অফিসের এক অধিকর্তা জানিয়েছেন, “দুর্গাপুজো এখনও এক মাস পর। এখন থেকে নিখুঁতভাবে বলা সম্ভব না দুর্গাপুজোর আবহাওয়া কেমন থাকবে। পুজোর এক সপ্তাহ আগে বলা সম্ভব হবে পুজোর আবহাওয়া কেমন থাকবে।”

আরও পড়ুন -  Bone Loss: হাড় ক্ষয়ে যাওয়ার কারণ হয়ে উঠতে পারে কম বয়সে, ৩ খাবার

 শেষ কয়েকদিনে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। এখন মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া, ক্যানিং হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া বাংলা উপকূলে একটি ঘূর্নাবর্ত সৃষ্টি হয়েছে। এইজন্য সপ্তাহের শেষে রাজ্যে বাড়তে পারে বৃষ্টি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -  Maa Durga: মা দূর্গার ভূমিকায় মিঠাই, জি বাংলায়