Karim Benzema: উয়েফার বর্ষসেরার পুরস্কার, প্রথমবার বেনজেমার হাতে উঠলো

Published By: Khabar India Online | Published On:

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে উয়েফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কারিম বেনজেমা।

প্রথম বেনজেমার হাতে উঠলো উয়েফার বর্ষসেরার খেতাব।

চাপের মুহূর্তে করা তার একেকটা গোলই যে রিয়ালকে জিতিয়েছে লিগ আর চ্যাম্পিয়ন্স লিগের ডাবল! ফলে লা লিগায় ২৭ গোল আর চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করা বেনজেমাই জিতেছেন পুরস্কারটি।

আরও পড়ুন -  Lionel Messi: পিএসজি মেসিকে চেয়েছিলো

অন্যদিকে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেল্লাস। পর পর দুবার ইউরোপের সেরা নারী ফুটবলার হওয়ার কীর্তি গড়লেন তিনি।

ছেলেদের ফুটবলে বর্ষসেরা কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। বর্ষসেরা নারী কোচ হয়েছেন উইগম্যান। ইংল্যান্ডকে ইউরো জেতানোর পুরস্কার পেয়েছেন এই ইংলিশ কোচ।

আরও পড়ুন -  হাত বাড়িয়ে দিলেন হবু মাকে, ইউভানের মা হওয়ার পর নুসরতকে সাহায্যের আশ্বাস শুভশ্রীর