ফের পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   ফের পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের।

আবার পয়েন্ট নষ্ট করল লাল হলুদ শিবির ডার্বি ম্যাচের আগে। বৃহস্পতি বার কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল গোল শূন্য ভাবে খেলা শেষ করল রাজস্থান ইউনাইটেডের সঙ্গে। খেলার মান কখনই চোখে পড়েনি। দুই দলই এলোমেলো খেলেছে। তবে রাজস্থান একটি পেনাল্টি পায়। সেই সুযোগ হাতছাড়া করে।

আরও পড়ুন -  Shilpa Shetty: শরীরচর্চায় মগ্ন শিল্পা, নেটনাগরিকরা ভিড় জমালেন ভিডিও দেখতে

এদিকে বি বি আই টি পাবলিক স্কুলের পরিচালনায় আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৯ আগস্ট। ফাইনাল খেলা ৩০ আগস্ট। ষোলোটি স্কুল অংশ নেবে। স্কুল ফুটবল নিয়ে কথা বলেন আই এফ এ সচিব অনির্বাণ দত্ত,প্রাক্তন ফুটবলার আলভিটো,রহিম নবি,ইন্দ্রানী সরকার ও অধ্যক্ষা মুনমুন নাথ।

আরও পড়ুন -  Sunny Leone: দেবের সঙ্গে কোমর দুলিয়ে রোম্যান্স করলেন সানি লিওনি, রইলো ভিডিও

এ টি কে মোহনবাগান ক্লাবের ভি আই পি গেটের নাম হচ্ছে প্রয়াত ফুটবলার বদ্রু ব্যানার্জির স্মরণে। অন্য একটি গেটের নামকরণ হবে পেলে, মারাদোনা ও ক্রিকেটার সোবার্সের নামে। ভি আই পি বক্স হচ্ছে প্রয়াত সচিব ধীরেন দের নামে। আর মোহনবাগান আর্কাইভ হবে গোষ্ঠ পালের নামে। প্রেস বক্স ফুটবলার জার্নাল সিং এর নামে। ৩ সেপ্টেম্বর প্রয়াত বদ্রু ব্যানার্জির স্মরণ সভা হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ওই দিন গেটের উদ্বোধন করবেন বলে জানান মোহন সচিব দেবাশিস দত্ত ও ফুটবল সচিব স্বপন ব্যানার্জি।

আরও পড়ুন -  Football Legend: নিতে হবে কেমোথেরাপি, ছাড়া পেয়েছেন ফুটবল কিংবদন্তি পেলে

সৌজন্যে।