TRP: বাজিমাত করল কারা, টিআরপি তালিকায় দেখুন

Published By: Khabar India Online | Published On:

বাংলা টেলিভিশনে একঝাঁক নতুন ধারাবাহিকের এন্ট্রি হতে চলেছে। যায় মধ্যে শুরু হয়ে গিয়েছে মাধবীলতা, এবং আসতে চলেছে হরগৌরী পাইস হোটেল। চলতি সপ্তাহে মহালয়ার টিজার নিয়ে মানুষ বেশ উৎসাহী। কোনো চ্যানেলে কে দুর্গা হচ্ছেন এবং তার পরিচালনা, বেশভূষা, গ্রাফিক্স কেমন হবে সেই নিয়ে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। এখনও পর্যন্ত মিঠাই সেই সেরার সেরা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে এসেছে গৌরী এলো ও আলতা ফড়িং।

আরও পড়ুন -  পর্যটন প্রসার অনুষ্ঠানের শ্রীনগরে সূচনা করলেন শ্রী মনোজ সিনহা ও শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল

১) মিঠাই – ৮.৩
২) গৌরী এলো – ৭.৯
৩) আলতা ফড়িং – ৭.৫
৪) গাঁটছড়া – ৭.৪
৫) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.১
৬) ধুলোকণা – ৬.৭
৭) উমা – ৬.৪
৮) অনুরাগের ছোঁয়া, মন ফাগুন – ৬.৩
৯) এই পথ যদি না শেষ হয় – ৫.৬
১০) খেলনা বাড়ি – ৫.৫
১১) এক্কা দোক্কা – ৫.৩
১২) সাহেবের চিঠি – ৫.১
১৩) লালকুঠি – ৪.৮
১৪) আয় তবে সহচরী – ৪.৬
১৫) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৪.৫
১৬) পিলু – ৪.০
১৭) গোধূলি আলাপ – ৩.৬
১৮)গুড্ডি, উড়ন তুবড়ি – ৩.৪
১৯)শিশু ভোলানাথ – ২.১
২০) সাহেবের চিঠি – ১.৮
২১)খেলাঘর – ১.৬

আরও পড়ুন -  Dance Video: ঠুমকার ঠেলায় দর্শকদের কাছে সাহসিকতার বাঁধ ভেঙে দিলেন রিতু যাদব