ডাল বাটা দিয়ে, রূপচর্চা করলে মিলবে উপকার

Published By: Khabar India Online | Published On:

রূপচর্চায় ডাল বাটা দিয়ে অনেকে ব্যবহার করেন।  আগে বাজারে নানা প্রকার প্রসাধনী পাওয়া যেত না, তখন বহু বাড়িতেই মেয়েরা ডাল বেটে রেখে দিতেন। স্নানের আগে বাড়ির মেয়েরা সেই ডাল বাটা মেখে কিছুক্ষণ রেখে তার পর ধুয়ে ফেলতেন।

আরও পড়ুন -  Rittika Sen:‌ দুর্দান্ত ভঙ্গিতে নেচে তাক লাগালেন ঋত্বিকা, রইলো ভিডিও

  • মুসুর ডালঃ  এই ডাল মাখার চল সবচেয়ে বেশি ছিল। মৃত কোষ তোলে। ত্বকের দাগছোপ সাফ করার ক্ষেত্রে বেশ কার্যকর। নিয়মিত মুসুর ডাল বেটে লাগালে ব্ল্যাক হেড্‌সও উঠে যায়।
  •  মুগ ডালঃ  কাঁচা মুগ ডাল ত্বকের উপর জমে থাকা মৃত কোষ তুলতে দারুন কাজ করে। তার সঙ্গে আর্দ্র রাখে ত্বককে। নিয়মিত কাঁচা মুগ ডাল বেটে মাখলে মসৃণ ও উজ্জ্বল থাকে ত্বক। ডাল বাটা নিয়মিত মাখলে মুখের লোমও অনেকটা কমে যায়।
  • বিউলির ডালঃ  ত্বকে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদানের জোগান দেয়। ব্রণর সমস্যা থাকলে নিয়ম করে বিউলির ডাল বাটা মেখে দেখুন। ব্রণর সমস্যা কমে। ব্রণর দাগও উঠে যাবে।
আরও পড়ুন -  সরকারি কর্মচারীদের জন্য সুখবর, অষ্টম বেতন কমিশনের প্রস্তাব এসেছে, ঘোষণা হতে পারে বাজেটে