সবুজ মেরুন জয় পেলো না

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ  সবুজ মেরুন জয় পেলো না।

আবার পয়েন্ট নষ্ট করল এ টি কে মোহনবাগান। কোচ ফেরানডোর ছেলেরা এগিয়ে থেকেও জয় পেল না মুম্বই সিটি এফ সি র বিপক্ষে। শুরুটা ভালো করেছিল সবুজ মেরুন। কিন্তু তা ধরে রাখতে পারে নি। লিস্টনের গোলে প্রথম পর্বে এগিয়ে যায় এ টি কে মোহনবাগান। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। দ্বিতীয় পর্বে মুম্বই সিটি এফ সি র খেলোয়াড়রা চাপ সৃষ্টি করতে থাকেন। সেই সুযোগে গোল পেয়ে যায়। গোল পরিশোধ করে দিয়াজ খেলায় সমতা ফিরিয়ে আনেন।

আরও পড়ুন -  রাজ্যসভার প্রার্থী হিসেবে যেতে পারেন মুকুল রায়, বিজেপিকে নতুন করে চাপে রাখতে

এদিকে বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে রাজস্থান ইউনাইটেড এর সঙ্গে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করে ড্র করে।

সৌজন্যে।