সন্তানের আগমনে, খুশি স্ত্রী আলিয়া ভাট থেকে মা নীতু কাপুর

Published By: Khabar India Online | Published On:

 গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা।

বলিউড জগতের বড় নাম হল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এই জুটির প্রেমের কাহিনী সর্বজনবিদিত।  গত ১৪ তারিখে বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাটের সাথে বিবাহ সম্পন্ন করেছেন। বেশ ধুমধাম করে বিয়ে হয় রণবীর আলিয়ার।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: মা দূর্গার সাজে শ্রাবন্তী ! কটাক্ষের মুখে অভিনেত্রী

 সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ছোটখাটো বিভিন্ন পোস্ট চোখের পলকে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই নাকি কাপুর পরিবারে অনুরণিত হচ্ছে বাচ্চার কান্না। ছোট্ট সদস্য এসেছে কাপুর পরিবারে। খুশির আবহে ভাসছেন পরিবার পরিজন। আর এর জন্য ব্যাপক খুশি নীতু কাপুরও।

আরও পড়ুন -  Masks ছাড়া চালকরা যাত্রী নিয়ে যান চলাচল করছেন, কোভিড বিধি না মেনে, আসানসোলের দৃশ্য

মনে করছেন যে আলিয়া অন্তঃসত্ত্বা হলেও এখনও তার সন্তান জন্মানোর সময় হয়নি। তাহলে কাপুর পরিবারে কি করে বাচ্চার কান্না অনুরণিত হচ্ছে। তাহলে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তার কোল আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান। এর জন্যই কাপুর পরিবারে খুশির আবহ নেমে এসেছে। আর নীতু কাপুর, সোনামকে নিজের মেয়ের মতোই মনে করেন। তাই দাদী হওয়ার খুশিতে আত্মহারা নীতু।

আরও পড়ুন -  থাকতে চান না আলিয়া, রণবীরের মায়ের সঙ্গে, নিতু কাপুর বাড়ি ছেড়েদিলেন