এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।
শুক্রবার ২০ সদস্যের দল ঘোষণা করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এশিয়া কাপে প্রায় পূর্ণশক্তির দল পাচ্ছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসা, আশেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রাভিন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানিদু ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দিনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান (সবশেষ দুজন ক্রীড়ামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)
আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ছবিঃ আইসিসি।