আবহাওয়ায় ব্যাপক রদবদল হবে, কয়েকটি জেলায়

Published By: Khabar India Online | Published On:

 দক্ষিণ বঙ্গবাসীদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। গত মাসে বৃষ্টির ঘাটতিতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। নিম্নচাপের দৌলাতে শেষ কয়েকদিনে ভালই বৃষ্টি হয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবারো ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  রাজ্যে টানা ৩ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা, মিলবে রেহাই গরম থেকে, বৃষ্টিতে কোন জেলা ভিজবে?

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুষলধারে বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তবে আজ মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আরও পড়ুন -  Ranbir-Alia: বিবাহবন্ধনে রণবীর-আলিয়া, অ্যালবাম ও ভিডিও দেখুন

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে রয়েছে। আসলে সোমবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও বিকেলের পর থেকে গুমোট গরম কিছুটা বেড়েছে।

আরও পড়ুন -  Disappearance: কিশোরের রহস্যময় অন্তধান, দুর্গাপুরে আতঙ্ক, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের