Nusrat Jahan: পরনে লেহেঙ্গা, সিঁথিতে সিঁদুর, কনের সাজে নুসরত

Published By: Khabar India Online | Published On:

 খবরের শিরোনামে রয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। সূত্রপাত হয়েছিল রঙ্গোলি ফ্যাশনের কর্ণধার নিখিল জৈন (Nikhil Jain)এর সাথে তাঁর বিবাহ বিচ্ছেদের হাত ধরে।

তার মধ্যেই যশ দাশগুপ্ত (Yash Dasgupta)র সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরত। গত বছরের শুরুতে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ নুসরতের সন্তানের পিতৃপরিচয় জানতে চাইলেও চুপ ছিলেন নুসরত। পরে জানা যায়, নুসরত-পুত্র ঈশান (Yishaan J.Dasgupta)র পিতা যশ। ঈশানের জন্মের কয়েক মাসের মধ্যেই নুসরত ফিরে এসেছিলেন বিনোদন জগতে। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো।

আরও পড়ুন -  Nusrat-Mika: মিকা সিং, নুসরাতের প্রেমে ‘পাগল’, গায়ককে ‘প্রেম’ পাঠালেন নায়িকা, ভিডিও শেয়ার করে

ভিডিওতে নুসরতের পরনে রয়েছে উজ্জ্বল লাল রঙের লেহেঙ্গা-চোলি। চোলিটির ডিপ নেকলাইনের কারণে নুসরতের ক্লিভেজের অনেকটাই দৃশ্যমান। হাইলাইটারের মাধ্যমে তা হাইলাইট করা হয়েছে। সমগ্র চোলি জুড়ে রয়েছে চুমকি দিয়ে তৈরি কারুকার্য। তাতে মিশেছে সুতোর এমব্রয়ডারি।

আরও পড়ুন -  Nusrat-Yash: ঈশানের ডাকনাম ফাঁস করলেন, অভিনেতা যশ দাশগুপ্ত !

লেহেঙ্গাতেও রয়েছে ভারি জরির কারুকার্য ও সোনালি সুতোর এমব্রয়ডারি। সাথে রয়েছে লাল রঙের দোপাট্টা। দোপাট্টায় রয়েছে সোনালি সুতো দিয়ে তৈরি ফ্লোরাল ডিজাইন যাতে বসানো রয়েছে চুমকির কারুকার্য। লেহেঙ্গা-চোলির সাথে সোনালি রঙের কুন্দন নেকপিস পরেছেন নুসরত। তাতে বসানো রয়েছে সবুজ রঙের এমারেল্ড ও সাদা আমেরিকান ডায়মন্ড। হাতে রয়েছে কুন্দন ডিজাইনের ব্রেসলেট ও কানে একই ডিজাইনের দুল। সিঁথিতে সিঁদুর ও হাতে মেহেন্দি পরেছেন নুসরত। কপালে রয়েছে ছোট্ট টিপ।

আরও পড়ুন -  Nusrat Jahan: পোশাক বদলাচ্ছেন নুসরাত জাহান, মুহূর্তে ভিডিও ভাইরাল

প্রকৃতপক্ষে, এটি ছিল ব্রাইডাল কালেকশনের ফটোশুট। এই কারণে নুসরতকে সাজানোর সময় মাথায় রাখা হয়েছে ‘ওয়েডিং ভাইবস’ থিম। তবে চুল সেট করে খোলা রাখা হয়েছে। জে.ডব্লিউ. ম্যারিয়টে হয়েছে এই ফটোশুট। নেটিজেনরা ট্রোলের পরিবর্তে নুসরতের ভিডিওর প্রশংসা করেছেন।