আগামী ১৫ আগস্ট, ৭৫ বছর পূর্ণ হবে ভারতের স্বাধীনতার। সেই উপলক্ষে দেশজুড়ে চলছে অমৃত মহোৎসবের প্রস্তুতি।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে “হর ঘর তেরেঙ্গা” কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন। এই অবস্থায় মাত্র ১০ দিনের মধ্যেই এক কোটি জাতীয় পতাকা বিক্রি করেছে ভারতীয় ডাক বিভাগ। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, দেড় লক্ষ ডাকঘরে ও বাকি অনলাইনের মাধ্যমে বিক্রি করে এত সংখ্যক পতাকা বিক্রির লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পেরেছে ভারতীয় ডাকঘর।
দেশের স্বাধীনতা এবার ৭৫ তম বর্ষে পা দিচ্ছে। কেন্দ্র সরকার গোটা বছর ধরেই তা পালনের পরিকল্পনা নিয়েছে। স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে পালিত হচ্ছে “আজাদি কা অমৃত মহোৎসব”। তা সেলিব্রেট করতেই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন যে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রত্যেকেই তাদের নিজেদের বাড়িতে পতাকা উত্তোলন করুন। শেয়ার করুন তার ছবি। আর সামিল হন “হর ঘর তিরঙ্গা” অভিযানে।
এই সময় ভারতীয় ডাকঘর মাত্র ২৫ টাকায় বিক্রি করছিল ভারতীয় পতাকা। স্বাধীনতা দিবস পর্যন্ত ডাকঘর থেকে এই জাতীয় পতাকা বিক্রি করা হবে। এর পাশাপাশি অনলাইনেও বিক্রি চলবে।