Pori Moni: অভিনেত্রী পরীমণি মা হলেন

Published By: Khabar India Online | Published On:

 মা হয়েছেন বাংলাদেশের অন্যতম চর্চিত সুন্দরী অভিনেত্রী পরীমণি। স্বামী শরিফুল রাজের হাত ধরে মাতৃত্বের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এখন তিনি সম্পূর্ণরূপে নারী।

 রাজ পরী’র ঘর আলো করে এসেছে তাদের সন্তান। এদিন রাজ সংবাদমাধ্যমে জানান বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন।

আরও পড়ুন -  অভিনেত্রী সঙ্গীতা ঘোষ মা হয়েছেন

সবাই দোয়া করবেন। এই মুহুর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে। শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।

আরও পড়ুন -  মাঝবয়সী ডাক্তারের কুকর্ম চেম্বারেই রোগীর সাথে, নির্লজ্জতার সকল সীমা অতিক্রম করেছে সিরিজটি

ঢাকার এক বেসরকারি হাসপাতালে রাজ পরীর পুত্র সন্তান হয়েছে বলে জানিয়েছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।