Urvashi Rautela: চার সন্তানের পিতা অভিনেত্রী উর্বশীকে, একটি প্রস্তাব দিয়েছিলেন

Published By: Khabar India Online | Published On:

প্রাক্তন মিস ইন্ডিয়া ও অভিনেত্রী উর্বশী রৌটেলা (Urvashi Rautela) বর্তমানে ব্যস্ত তাঁর আপকামিং ফিল্মের প্রোমোশন নিয়ে।

ঋষভ পন্থ (Rishabh Panth)এর ক্ষেত্রে দেখা গিয়েছে, উর্বশী তাঁর প্রতি নিজের ভালো লাগা স্পষ্ট ভাবেই জানিয়েছেন। এমনকি পরবর্তীকালে ঋষভকে নিয়ে মজা করতেও তিনি দ্বিধা বোধ করেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্বশী জানালেন তাঁর এক অদ্ভুত অভিজ্ঞতার কথা।

আরও পড়ুন -  T20 World Cup: কে কত টাকা পেল? টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে

উর্বশীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কখনও এমন প্রস্তাব পেয়েছেন যা তাঁর কাছে অদ্ভুত মনে হয়েছে।

উর্বশী জানান, তিনি একবার একজন বিখ্যাত মিশরীয় গায়কের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন যা তাঁকে অবাক করেছিল। সেই গায়ক বিবাহিত ছিলেন। তাঁর দুইজন স্ত্রী ও চারজন সন্তান ছিল। উর্বশীর কাছে পছন্দ ছিল না তাঁদের সংস্কৃতিগত পার্থক্য। তিনি সরাসরি ওই গায়ককে বলেন, তিনি তাঁকে বিয়ে করতে পারবেন না।