Anger: নিয়ন্ত্রণে রাখবেন কীভাবে রাগ

Published By: Khabar India Online | Published On:

 রাগ হলে আমরা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন আমরা চাইলেও আমাদের স্বাভাবিক রাখতে পারিনা। অনিচ্ছার সর্তেও অনেক সময় এমন কিছু আমরা বলে ফেলি অথবা করে ফেলি যা একদমই উচিৎ নয়। রাগ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি নষ্ট করে দেয় সম্পর্ক।

দৈনন্দিন জীবনে আমাদের নানান রকম পরিস্থিতিই মোকাবেলা করতে হয়। অনেক কিছুই পছন্দের বাহিরে হবে এটাই স্বাভাবিক। এমতাবস্থায় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন জেনে নিন।

যখন অনেক রেগে যাবেন এমন মনে করবেন এখন আপনার কথা দাঁড়া কেও কষ্ট পেতে পারে তখন আপনি একটি জায়গায় স্থির হয়ে বসে পরুন এবং গভীরভাবে শ্বাস গ্রহণ করুন। তারপর সেটি মুখ দিয়ে ছেড়ে দিন। এভাবে বারবার করতে থাকুন।

আরও পড়ুন -  FIFA: বাফুফেকে জরিমানা করলো ফিফা

 উলটো গণনা করা একটি ভালো সমাধান। যখন আপনি রেগে যাবেন তখন ১০ অথবা ১০০ থেকে উল্টো গণনা শুরু করুন। এটি আপনার হার্টবিট কমাতে সাহায্য করবে। খুব রাগ হচ্ছে অথবা কারো সাথে কথা বলতে ইচ্ছে করছেনা কিংবা খুব মেজাজ খারাপ হচ্ছে তখন গান শুনুন।

আরও পড়ুন -  ছবি পোস্ট করে তুমুল ট্রোলের মুখে নুসরত, বিশ্ব পরিবেশ দিবসে

রাগ হলে তখন যতোটা সম্ভব কম কথা বলার চেষ্টা করুন অন্যদের সাথে। নিজেকে স্থির করে চোখ বন্ধ করে কোন ভালো মুহুর্ত স্মরণ করুন। এতে করে রাগ অনেক টাই নিয়ন্ত্রণে চলে আসবে। একটা বিষয় খেয়াল রাখবেন। কথা যতো বাড়াবেন ততোই কথা বাড়বে এবং আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন।

হাঁটাহাটির অভ্যাস গড়ে তুলুন। এছাড়া যখন প্রচণ্ড রাগ অনুভব হবে তখনই হাটাহাটি শুরু করুন।

আরও পড়ুন -  এক তৃণমূল কর্মীর পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে

রাগ হলে আমরা আমাদের মনের কথা গুলো বুঝিয়ে উঠতে পারিনা। সেই মুহুর্তে নিজের মনের চেপে রাখা কথা গুলো আকটি ডাইরিতে বসে লেখা শুরু করুন। এতে করে আপনার নিজেকে অনেক হালকা লাগবে। আপনি যদি অল্পতেই রেগে যান অথবা রাগ আপনার একটু তুলনামূলক বেশি তাহলে নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করুন।

নিয়মিত মেডিটেশন বা ধ্যান করার চর্চার অভ্যাস করে তুলুন। এর ফলে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

 ডাক্তারের অথবা কাউন্সিলরের পরামর্শ নিতে পারেন।