37 C
Kolkata
Sunday, May 19, 2024

Cuba: আহত ১২১, নিখোঁজ ১৭, কিউবায় বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে

Must Read

কিউবার পশ্চিম মাতানজাস প্রদেশে একটি জ্বালানি ডিপোতে শনিবার বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কমপক্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই দুর্ঘটনায় কিউবান জ্বালানিমন্ত্রী লিভান আরন্তে-সহ ১২১ জন আহত হয়েছেন এবং আগুন নিভাতে গিয়ে ১৭ জন দমকলকর্মী নিখোঁজ রয়েছেন।

পশ্চিম মাতানজাস প্রদেশের কর্মকর্তাদের মতে, হাভানা থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর মাতানজাসের একটি শিল্প অঞ্চলে শুক্রবার গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানী ট্যাঙ্কে আঘাত হানে এবং একটি বিস্ফোরণ ঘটায়। ক্ষতিগ্রস্থ এলাকা থেকে প্রায় ১ হাজার ৯০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কতৃপক্ষ। কিউবার প্রেসিডেন্সির টুইটার আপডেট অনুসারে পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

আরও পড়ুন -  Bangabandhu: ক্রিকেটারদের শ্রদ্ধা, জাতির পিতার প্রতি

প্রেসিডেন্টের কার্যালয় আরো জানায়, ১৭ জন অগ্নিনির্বাপক কর্মী নিখোঁজ রয়েছেন, যারা আগুনের সবচেয়ে কাছাকাছি ছিলেন।

প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নেভাতে সাহায্য করার জন্য জ্বালানির অভিজ্ঞতা সম্পন্ন বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে সাহায্য ও পরামর্শের অনুরোধ করেছে কিউবা। কিউবার এই অনুরোধে সাড়া দিয়েছে মেক্সিকো, ভেনিজুয়েলা, রাশিয়া, নিকারাগুয়া, আর্জেন্টিনা এবং চিলি। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল মেক্সিকো, ভেনিজুয়েলা, রাশিয়া, নিকারাগুয়া, আর্জেন্টিনা এবং চিলিকে তাদের সাহায্যের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  নেটিজেনদের কটাক্ষের শিকার নুসরাত, বার্বি লুকে

Latest News

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img