32 C
Kolkata
Wednesday, May 15, 2024

Skin Moisture: ত্বক আর্দ্রতা হারাচ্ছে, বুঝবেন কী ভাবে?

Must Read

মরসুম ভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। ত্বক বিশেষজ্ঞরা এর সঙ্গে একমত নন। ত্বকে যদি কোনও সমস্যা থেকে থাকে, তা সব সময়েই থাকে। তা কোনও মরসুমে মাথাচাড়া দেয়।

 যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর প্রভাব ফেলে। ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। এখন অফিস যাওয়া-আসাও শুরু হয়েছে। ফলে দীর্ঘ ক্ষণ বাতানুকূল পরিবেশে কাটাতে হয়। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই বলিরেখা চলে আসে।

  • ত্বকে র‌্যাশ, চুলকানি এবং ব্রণ হওয়া।
  • ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতা দেখা যায়।
  • বলিরেখা, চোখের তলায় কালি পড়ে।
  • ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পেতে শুরু করে। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে যায়।
  •  ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ এসে যায়।
আরও পড়ুন -  VIDEO: স্বপ্না চৌধুরী তুমুল নাচলেন হরিয়ানভি স্টাইলে, ভক্তরা টাকার বর্ষন করল

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img