Partha-Arpita: কিসের সম্পর্ক পার্থ-অর্পিতার, খাতায় কলমে

Published By: Khabar India Online | Published On:

 কেউই মানতে পড়ছে না ৫০ কোটি টাকার অর্থ তছরুপ। পার্থ চট্টোপাধ্যায় শাস্তি পান, এমনটাই চাইছেন অধিকাংশ বঙ্গ জনতা। পার্থ ও অর্পিতাকে আদালতে হাজির করা হয় মুখোমুখি। এদিন পার্থ অর্পিতাকে সম্পূর্ণ অস্বীকার করেন। তার দাবি তিনি চেনেন না অর্পিতাকে। নাকতলা উদয়ন সংঘের পুজোয় কয়েকবার দেখেছেন। অথচ অর্পিতা বলেছেন, ওই ৫০ কোটি আমার নয়। পার্থ বাবুর লোক রেখে যেতেন। এমনকি পার্থ বাবু এও বলেছেন ওই টাকা আমার নয়, কার তিনি জানেন না।

আরও পড়ুন -  Srabanti-Roshan: শ্রাবন্তীকে ‘কুৎসিত মন’ বলে কটাক্ষ রোশনের !

 দুদিন আগেও পার্থ চট্টোপাধ্যায় বলেন তিনি ষড়যন্ত্রের শিকার। তখনও পর্যন্ত তিনি অর্পিতাকে চিনতেন। অথচ, কোর্ট এ আসা মাত্রই ভোল বদল হয়। শেষে, পার্থ ও অর্পিতার আগামী ১৮ অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। দুজনে থাকছেন আলাদা সংশোধনাগারে। পার্থ থাকছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে, অর্পিতা মুখোপাধ্য়ায়কে নিয়ে যাওয়া হয় আলিপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে।

আরও পড়ুন -  Tribute Ceremony: বিএনআর মোড়ে চপার দুর্ঘটনায় মৃত বিপিন রাওয়াতের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

তাহলে কি সত্যি পার্থ বাবুর বা পার্থ দা বা পার্থ কাকুর টাকা নয়? পার্থ ( বাবু, কাকু, দাদা) কি সত্যি অর্পিতাকে চেনেন না? তথ্য, ছবি বলছে পার্থ ও অর্পিতা খুবই ঘনিষ্ঠ।

আরও পড়ুন -  Shakib-Apu: অপুকে তিনবার গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন শাকিব খান