TRP: এবারের টপার কে? মিঠাই নাকি লক্ষ্মী কাকিমা

Published By: Khabar India Online | Published On:

কয়েক সপ্তাহ মিঠাই এর নম্বর বিশেষ ভালো ছিল না। হঠাৎ করে গাঁটছড়া, লক্ষ্মী কাকিমা এগিয়ে এসে নিঃশ্বাস ফেলে মোদক পরিবারের কাছে।

 মিঠাই রানী তো আর হেরে যাবার পাত্রী নয়। আবার গল্পের মোড় ঘুরতে না ঘুরতেই মিঠাই হিট। এখন দর্শকদের বিচারে মিঠাই এক নম্বরে।

আরও পড়ুন -  Weather Update: বর্ষার খবর এল! তীব্র গরম থেকে মিলবে কি মুক্তি?

মানুষ ধারাবাহিকের বদলে চোখ রাখছে বেশি টেলিভিশনে খবরে অথবা অনলাইন খবরে। কারণ, এখন সেরা ধামাকা চলছে পার্থ অর্পিতার জীবনে। কী নেই সেই গল্পে? বাংলার দর্শক তো পুরোপুরি ভাবে মজে রয়েছে অর্পিতা পার্থর রগরগে রোম্যান্স নিয়ে।

আরও পড়ুন -  IPL-2023: হায়দরাবাদের প্রথম জয়

মিঠাই – ৮.৪