বেইজিং তাইওয়ানের সমুদ্র ও আকাশ সীমায় সামরিক মহড়া শুরু করেছে। শুধু তাই নয় যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির চীনের সংবাদদাতা স্টিফেন ম্যাকডোনেল রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত একটি মানচিত্র টুইট করেছেন। চীনের পরিকল্পিত মহড়ার অবস্থানগুলো দেখা যায়। ধারণা করা হচ্ছে, ন্যান্সি পেলোসি তাইওয়ান ছাড়ার পর আগামী বৃহস্পতিবার এবং রবিবারের মধ্যে হামলা হতে পারে।
তাইওয়ান সরকার চীনের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ ও সমুদ্রসীমা অবরোধ করা হচ্ছে। তাইওয়ানের অঞ্চলে আগ্রাসন চালানো হচ্ছে।
আগে, মঙ্গলবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম এবং উত্তরপূর্বাঞ্চলে যৌথভাবে আকাশ ও সমুদ্রে চীনের মহড়া চলবে। তাইওয়ান প্রণালীতে দীর্ঘ পাল্লার ‘লাইভ ফায়ারিং’ করা হবে। ছবিঃ সংগৃহীত।